৬ আগষ্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরে পা দিলেন সাকিব আল হাসান।দিনটি ছিল ৬ আগস্ট ২০০৬ রবিবার. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ছিল আফ্রিকার দেশ জিম্বাবুয়ে তে. পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তবে সেই সিরিজের শুরুটা মোটেও ভালো ছিলোনা বাংলাদেশের।জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ৪ ম্যাচের ৩ টিতে হেরে সিরিজইজে হাতছারা হয়েগিয়েছিলো টাইগারদের।
সিজেদের সম্মান রক্ষা করার লক্ষে ৫ ম্যাচে খেলতে নামা টাইগার একাদশে সেদিন এসেছিলে ২ টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ।যেখানে অলককাপালির বদ্লি হিসেবে প্রথম বারের মত আন্তর্জাদিক ম্যাচে মাঠে নেমেছিলেন সেদিনের তরুন উধিওমান ক্রিকেটার সাকিব আল হাসান। মাঠে নেমেই প্রথমে বল করে নিয়েছিলেন ১ টি উইকেট, ব্যাট হাতে করেছিলেন ৩০ টা রান।ঠিক সেদিন থেকে শুরু। এর পর আর কিছু বলার থাকে বটে।কেননা, সেদিনের পরযে সাকিব আল হাসানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
সেদিনের সেই তরুন সাকিব, ধিরে ধিরে নিজেকে করে তুলেছেন বিশ্ব সেরা। নিজেকে নিয়েগেছেন ক্রিকেট বিশ্বের সব ভাগাভাগা লিজেন্ডদের কাতারে। বিশ্ব ক্রিকেটে উজ্জ করেছেন নিজের নাম, নিজের দেশের নাম।২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর আজ পর্যন্ত কেটে গিয়েছে প্রায় ১৭ টি বছর।পর হয়েছে সাকিবের জিবনের ১৭ টি বসন্ত।এই সময় সাকিবের ক্রিকেট কেরিয়ারে নান প্রকার বাধা বিপত্তি এলেও তা, খুবই সচ্ছভাবে মুকাবেলা করেছেন তিনি। সাকিবের ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নিজের পারমেন্সের মাধ্যমে দল জিতিয়েছেন বহু ম্যাচ। সিকিব আল হাসান তার ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪১৮ টি।
যেখানে ৪৫৮ ইর্নিংসে ব্যাট করে রান করেছেন ১৪ হাজরেরও বেশি।বল নিয়েছেন ৬৭৮ টি উইকেট। যা কোন বাংলাদেশি বোলার হিসেবে সর্বচ্চ। সাকিব তার ব্যাট বলের পরফরমেন্স এর মাধ্যমেই নিজেকে নিয়েগিয়েছেন বিশ্ব সেরাদের কাতারে।বাংলাদেশকে চিনিয়েছেন সমগ্র বিশ্ব জুরে। জয়ের আনন্দে হাসি ফুটিয়েছেন কোটি বাঙ্গালির মুখে। আজ ৬ আগষ্ট ২০২৩ আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরে পদার্পন করলেন সাকিব।
পূর্বের এই ১৬ বছরে নানা সাফল্য হাতছানি দিলেও এখনও একটি শিরোপা অধরা রয়েগিয়েছে সাকিব আল হাসানের।তাই বিশ্বকাপ এশিয়া কাপের বছর ২০২৩ এ বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের হয়তবা একটিই আশা আকাঙ্কা বুকে উতফল্লিত হচ্ছে।যে এবার একটা টফি আসুক বাংলাদেশে, নিয়ে আসুক সাকিব তামিম মুশফিকদের মত ত্রিকেট তারকারা।