ডেস্ক রিপোর্ট (কে জামান)ঃ নারায়নগঞ্জ,ইসলামিক ফাউন্ডেশন,নারায়নগঞ্জ এর উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে জেলা পর্যায়ে ইমাম- মুয়াজ্জিন কল্যান ট্রাষ্টের সুদ মুক্ত ঋন ও আর্থিক সাহায্যেরর” চেক বিতরন” অনুষ্ঠান ৮ই আগষ্ট২০২২ রবিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষ, নারায়নগঞ্জে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মঞ্জুরুল হাফিজ, মাননীয় জেলা প্রশাসক,নারায়নগঞ্জ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব ফাতেমা- তুল- জান্নাত,উপ- সচিব ও উপ পরিচালক,স্হানীয় সরকার বিভাগ,নারায়নগঞ্জ, সভাপতিত্ব করেন জনাব মোঃ মহিউদ্দীন , উপ পরিচালক,ইসলামিক ফাউন্ডেশন,নারায়নগঞ্জ, বক্তব্য রাখেন মাওঃ সিরাজুল মনির,সভাপতি,ওলামা পরিষদ,নারায়নগঞ্জ, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, সদস্য,কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটি,বাংলাদেশ আওয়ামীলীগ,মুফতি মোঃ ইকরাম হোসেন,খতিব, ভূইগড় কেন্দ্রীয় জামে মসজিদ, অধ্যক্ষ মাওঃ শাহজাহান মিয়া প্রমুখ আলেম ওলামা গন।প্রধান অতিথি তার বক্তিতায় নারায়নগঞ্জ জেলার আলেম ওলামাদের প্রশিক্ষণ কর্মশালায় উপস্হিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ইসলামের প্রচার প্রসারের জন্য ইমাম মুয়াজ্জিন দের ভূমিকা তুলে ধরেন, তিনি সকল আলেম ওলামা দের সন্ত্রাস,জঙ্গীবাদ মাদক,সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যার এর বিরুদ্বে কথা বলার অনুরূধ করেন,সভাশেষে ইমাম মুয়াজ্জিনদের মাঝে কল্যান ট্রাষ্টের অনুদান ও ঋনের চেক তুলে দেন।