শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে আর সংশয় নেই।শঙ্কা দূর করে দিলেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক শনিবার সংবাদ সম্মেলনে জানালেন, সিরিজের প্রথম টেস্টে খেলবেন সাকিব।
শুক্রবার করোনা নেগেটিভ আসে দেশসেরা অলরাউন্ডারের।
সাকিবের খেলার বিষয়টি নির্ভর করছিল তার ফিটনেসের উপর। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছিলেন, ফিট না হলে চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে রাখা হবে তাকে।
তবে শতভাগ ফিট আছেন সাকিব। শনিবার সকালে অনুশীলন করেছেন তিনি।
অনুশীলনে সাকিবকে দেখে মুমিনুলের ভালোই মনে হয়েছে। তিনি বলেন, ‘দেখে মনে হলো ফিট আছেন। অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। ’