২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম অন্ন কোনো দল।তা আবার হবা নাইবা কেন।আইপিএলের ১৬ আসরের থেকে ১৪ আসরে টুর্নামেন্টটিতে অর্শগ্রহন করে, ১০ টি টুর্নামেন্টেই যে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে ধোনির নেতৃত্যাধিন চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ১৬ আসরের ১ম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে হারিয়ে ১০ বারের মতো আইপিএলের ফাইনালে খেলা নিশ্চিত করেছে চেন্নাই। আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসই সবচেয়ে বেশিবার ফাইনালে খেলা দল।চেন্নাই এর ফাইনালে খেলার এই রেকর্ডে তাদের ধারে কাছেও অন্য কোন দল বর্তমানে নেই।কেননা দ্বিতিয় সর্বচ্চ বার ফাইনাল খেলা মুম্বাই ইন্ডিআন্স,এখন পর্যন্ত ফাইনাল খেলেছে ৬ বার।
যদি এবারও তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করতে সক্ষম হয় তবে তা দারাবে ৭ বারে।যার পর্থক্যটা ধোনিদের থেকে বেশ বড়।সবচেয়ে বেশিবার ফাইনাল খেললেও, আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড রয়েছে মুম্বাই এর দখলে।মুম্বাই ইন্ডিয়ান্স, ৬ বারে ফাইনালে উঠে ৫ বারই যে শিরোপা জিততে সক্ষম হয়েছে।
অপর দিকে চেন্নাই এর পূর্বে ৯ বার, ফাইনাল খেললেও সে ৯ টি ম্যাচে ৫ টিতেই তারা হেরেছে।যার ফলে মাত্র ৪ টি শিরোপা জেতে শিরোপা জয়ে রেকর্ডে দুই নম্বর অবস্থানে রয়েছে ১৪ বার আইপিএলে অংশগ্রহন করে ১০ বারই সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা চেন্নাই সুপার কিংসের নাম।
তবে ধোনির নেতৃত্যর এবার, চেন্নাই যদি শিরোপা জিতেই যায়,তবে মুম্বাই এর সমান সংখ্যক শিরোপার মালিক হয়ে উঠবে চেন্নাই। হয়ে উঠবে আইপিএলের যৌথভাবে সর্বচ্চো শিরোপা জয়ি দল।