১০ মে ২০২২,অনলাইন ডেস্কঃ
রাশিয়ার বিজয় দিবসে দেয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেনে রুশ অভিযানকে ‘নিজে আক্রান্ত হওয়ার আগেই চালানো আক্রমণ সেখানে থাকা রুশ সৈন্যরা মাতৃভূমিকে রক্ষা করছে।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর উস্কানির কারণেই ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রয়োজন দেখা দিয়েছিল। বিবিসির সংবাদদাতা বলছেন, তিনি এ আক্রমণের প্রসঙ্গে আগের মত আর ‘বিশেষ সামরিক অপারেশন’ কথাটি ব্যবহার করেননি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকী উদযাপন উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
দিনটি রাশিয়ায় বিজয় দিবস হিসেবে পালিত হয় ।