৪ এপ্রিল ২০২২,অনলাইন ডেস্কঃ
চলতি অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত শ্রীলংকার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তেলসংকট দূর করতে ৪০ হাজার টন ডিজেল পাঠিয়েছে দেশটি।
শ্রীলংকার কলম্বো বন্দরে তেলের জাহাজটি পৌঁছেছে শনিবার। খাদ্যসংকট মেটাতে ৪০ হাজার টন চাল পাঠানোরও প্রস্তুতি নিয়েছে ভারত। এনডিটিভি। শনিবার পাঠানো ৪০ হাজার টন ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার। এ অর্থ দিয়েছে ভারত।
সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশের সব এলাকায় ডিজেল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলংকার কর্মকর্তারা। ডিজেলের অভাবে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাপকভাবে কমে গিয়েছিল।