Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website নেতা কর্মীদের প্রস্তুুত থাকার আহবান জানালেন-শামীম ওসমান। – মুক্তির কথা নিউজ
সোমবার , এপ্রিল ১৫ ২০২৪
Home / অর্থনীতি / নেতা কর্মীদের প্রস্তুুত থাকার আহবান জানালেন-শামীম ওসমান।

নেতা কর্মীদের প্রস্তুুত থাকার আহবান জানালেন-শামীম ওসমান।

ডেস্ক রিপোর্ট(তালহা)ঃনারায়গঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন এর উদদ্যোগে ১৫ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুস্হদের মাঝে খাবান বিতরন বেলা ৩ ঘটিকায়,গোদনাইল আরামবাগে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জননেতা আলহাজ্ব শামীম ওসমান,জাতীয় সংসদ সদস্য,নারায়রগঞ্জ-৪।

তিনি বলেন”বিএনপি জামাত মনে করেছে ক্ষমতায় এসে গেছে।তাই প্রতি এলাকান আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান,তিনি বলেন আগামী ২২তারিখে কর্মীসভা ডেকেছি।আগামীতে আবার আওয়মীলীগ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ,তিনি সবাইকে প্রস্তুুত থাকার কথা বলে বলেন খেলা হবে! সবাইকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন”

উক্ত স়ভায় সভাপতিত্ব করেন – হাজী ইফতেখার আলম খোকন, কাউন্সিলর, নাসিক ১০ নং ওয়ার্ড ও সহপ্রচার সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।

উক্ত প্রস্তুতি স়ভায় উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, সভাপতি – নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, তোতা মিয়া, সহ-সভাপতি নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ,আব্দুল কাদির মোল্লা, সাংগঠনিক সম্পাদক – নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোহর আলী, সাবেক কমিশনার, মোঃ শাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক – নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মনির হোসেন মাদবর, সদস্য – নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ জালাল মিয়া, আওয়ামী লীগ নেতা, আঃ রব মিয়া, সমাজ সেবক, শাখাওয়াত হোসেন খোকন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়, জাকির হোসেন, সভাপতি-শ্রমিক লীগ, নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ হায়দার, যুবলীগ নেতা, মোঃ সুমন, সভাপতি, গোদনাইল বাজার পরিচালনা কমিটি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন – ডঃ মোহাম্মদ কামরুজ্জামান সদস্য, ধর্ম বিষয়ক উপ কমিটি, কেন্দ্রীয় কমিটি।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন – কাজী আমীর হোসেন, যুবলীগ নেতা।

About admin

Check Also

খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে

১৭ জুন ২০২১,অনলাইন ডেস্কঃ গত বৃহস্প্রতিবার জাতীয় সংসদে আগামী বাজেটের রূপরেখা উপস্থাপনে অর্থমন্ত্রী পুঁজিবাজারে তালিকাভুক্ত …

কালো টাকা বিনিয়োগের সুযোগ তাতেও গতি ফেরেনি শেয়ারবাজারে

১৮ জুন ২০২০ SS Apolo প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া …

স্বপ্নের পদ্মা সেতু আগামী বৎসর চালু হবে।

৪ জুন ২০২০ এম,কে,জামান : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার মেগা প্রকল্পের মধ্যে অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...