Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website যুক্তরাষ্ট্রে নির্বাচন : ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে বাইডেন – মুক্তির কথা নিউজ
সোমবার , মে ২০ ২০২৪
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে নির্বাচন : ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে বাইডেন

যুক্তরাষ্ট্রে নির্বাচন : ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে বাইডেন

২৮ জুন ২০২০,  sayem seraj

একদিকে করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় সরকারের লেজেগোবরে অবস্থা, অন্যদিকে দেশজুড়ে চলা বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভ। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন এগিয়ে আসছে মার্কিন মুলুকে। চড়ছে ভোটের উত্তাপ। আর সেই সেয়ানে সেয়ানে লড়াইয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। বিদায়ী প্রেসিডেন্টের ক্ষমতা ধরে থাকার স্বপ্নকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে থাবা বসিয়েছেন রিপাবলিকান ভোটব্যাংকে। বেশ কয়েকটি জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে।

আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার প্রায় পাঁচ মাস আগে দুই প্রার্থীর মধ্যে জনমত সমীক্ষার ফলাফল বিগত চার দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি সিএনবিসি, সিয়েনা কলেজ রিসার্চ ইন্সটিটিউট, উইসকনসিনের মার্কেট বিশ্ববিদ্যালয়, কিনিপিয়াক বিশ্ববিদ্যালয়, নিউ ইউর্ক টাইমসসহ একাধিক সংস্থা জনমত সমীক্ষা চালিয়েছে। সবকটি সমীক্ষার ফল অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সমীক্ষা অনুযায়ী ট্রাম্পের থেকে ১৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। তাদের সমীক্ষায় ট্রাম্পকে ফের হোয়াইট হাউসে দেখতে চেয়েছেন ৩৬ শতাংশ। আর ডেমোক্র্যাট প্রার্থীকে দেখতে চেয়েছেন ৫০ শতাংশ। অ-শ্বেতাঙ্গেরা ভরসা রাখছেন বাইডেনের উপরেই। শুধু তাই নয়, করোনা মোকাবিলায় ব্যর্থতা, দেশের আর্থিক টালমাটাল অবস্থা এবং বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভের জেরে দেশের একটা বড় অংশ ট্রাম্পের প্রতি বীতশ্রদ্ধ। মহিলা ও দেশের তরুণ প্রজন্মও বাইডেনের দিকে ঝুঁকে রয়েছেন। ৪৫ বছরের কম বয়সী ৫২ শতাংশ শ্বেতাঙ্গ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। যেখানে ট্রাম্প পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট।

আবার উইসকনসিনের মার্কেট বিশ্ববিদ্যালয় পরিচালিত সমীক্ষাতেও ট্রাম্পের থেকে বাইডেন ৮ শতাংশ বেশি সমর্থন পেয়েছেন। ওহায়োর কিনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষাও ট্রাম্প-বাইডেনের মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে।

এই পরিস্থিতিতে প্রচার পর্বে বাইডেন সম্পর্কে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উনি আমেরিকাকে ধ্বংস করে দেবেন অভিযোগ করে তিনি বলেছেন, বাইডেন কথা বলতে জানেন না। কেউ তার কথাও শোনেন না। একসঙ্গে দুটি বাক্য বলার মুরোদ নেই তার। একইসঙ্গে যতবার খুশি বাইডেনের সঙ্গে বিতর্কসভায় যোগ দেয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন ট্রাম্প। পাল্টা নিশানা করছেন বাইডেনও। তিনি বলেন, উনি (ট্রাম্প) একজন শিশু। উনি বুঝতেই পারেননি যে এই পরিস্থিতি তৈরি হতে পারে। করোনা মহামারী তার ক্ষতি করেনি, আমাদের ক্ষতি করেছে।

About admin

Check Also

তুরস্কে প্রতিনিধি পাঠাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন।

২৪ মে ২০২২,অনলাইন ডেস্কঃ তুরস্কে নিজেদের প্রতিনিধিদের পাঠাতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটোতে যোগ দেওয়ায় …

উত্তর কোরিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বরে মৃতের সংখ্যা

১৫ মে ২০২২ অনলাইন ডেস্কঃ উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে রবিবার আরও ১৫ জনের মৃত্যু …

রুশ সৈন্যরা তাদের মাতৃভূমিকে রক্ষা করছেঃ পুতিন

১০ মে ২০২২,অনলাইন ডেস্কঃ রাশিয়ার বিজয় দিবসে দেয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পূর্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *