Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website জাতিসংঘের জলবায়ু বিষয়ক কমিটিতে :বাংলাদেশ – মুক্তির কথা নিউজ
সোমবার , মে ১৩ ২০২৪
Home / জাতীয় / জাতিসংঘের জলবায়ু বিষয়ক কমিটিতে :বাংলাদেশ

জাতিসংঘের জলবায়ু বিষয়ক কমিটিতে :বাংলাদেশ

১৪ জুন ২০২০ SS Apolo

জাতিসংঘের ক্লাইমেট অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স বিষয়ক গ্রুপ অব ফ্রেন্ডসের স্টিয়ারিং কমিটিতে সদস্য হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ এ কমিটিতে যোগ দেয়। মিসরের পরিবেশমন্ত্রী ড. ইয়াসমিন ফুয়াদ ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংসদীয় আন্ডার সেক্রেটারি অব স্টেট ব্যারনেস সাগ আহ্বায়ক হিসেবে গ্রুপটির উদ্বোধন করেন।

স্টিয়ারিং কমিটির অন্য সদস্যরা হল নেদারল্যান্ডস, মালাওয়ি ও সেন্ট লুসিয়া।

এ প্ল্যাটফরমের মাধ্যমে সদস্য দেশগুলো জলবায়ু অভিযোজন, এ সংক্রান্ত সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জন, কার্যকরী দৃষ্টান্ত ও উল্লেখযোগ্য মাইলফলক নিয়ে আলোচনা করতে পারবে।

এছাড়া অংশীজন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকেও নানা ধারণা গ্রহণ করার সুযোগও থাকবে এ প্ল্যাটফরমে। ২০১৯ সালে অনুষ্ঠিত জাতিসংঘ মহাসচিবের ‘ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর অঙ্গীকার ও গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করাসহ ইউএনএফসিসিসি’র (ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ) নেগোসিয়েশন সংক্রান্ত কাজেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এ গ্রুপ অব ফ্রেন্ডস।

উল্লেখ্য, ক্লাইমেট অ্যাকশন সামিটে বাংলাদেশ জলবায়ু ক্ষেত্রে অভিযোজন ও প্রতিকূলতা মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জনের গুরুত্ব তুলে ধরে এবং তা বাস্তবায়নের ক্ষেত্রেও অনুঘটক হিসেবে নানা উদ্যোগ নেয়। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরইএপি (রিস্ক-ইনফরমড আর্লি অ্যাকশন পার্টনারশিপ) শীর্ষক বৈশ্বিক পদক্ষেপের উদ্বোধন করেন।

ক্লাইমেট অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স বিষয়ক গ্রুপ অব ফ্রেন্ডসের এ ভার্চুয়াল উদ্বোধনীতে অংশগ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশসহ জলবায়ু-নাজুক দেশগুলোয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার ক্ষেত্রে ‘অভিযোজন’ ও ‘ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জন’ হল মূল বিষয়। বৈশ্বিকভাবে ‘অভিযোজন ও সামর্থ্য অর্জন’ প্রচেষ্টাগুলোয় আরও বেশি অর্থায়ন এবং প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

About admin

Check Also

নারায়নগঞ্জ থেকে বি এন পি প্রতিরোধ আন্দোলন শুরু করলাম-ওবায়দুল কাদের।।

ডেস্ক রিপোর্টঃ (কে জামান) নারায়নগঞ্জ ২৩ অক্টোবর ২০২২ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ …

জননেত্রী শেখ হাসিনার জন্ম দিবসের অনুষ্ঠানে -এড.লায়েকুজ্জামান।

অনলাইন ডেস্ক( তালহা): ঢাকা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,,কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম …

বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক(কে জামান)-ঃ ঢাকা,বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এর ১৩তম সাধারন সভা ১৯ আগষ্ট ২০২২ শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *