দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন।

সোমবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা শনাক্তের হিসাবে এক হাজারের গণ্ডি ছাড়িয়ে গেলাম। শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪ জন।

অধ্যাপক সুলতানা বলেন, এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। শনাক্তকৃতদের মধ্যে এখনো ঢাকা সিটি এবং ঢাকা বিভাগেরই বেশি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ১১ জন যুক্ত হয়েছে।

তাদের ছয়জন নারী আর পাঁচজন পুরুষ। আটজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের আর একজন রংপুর বিভাগের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৩৯ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ২ হাজার ৯০২ জন সুস্থ হলেন। শনাক্তের বিপরীতে সুস্থ হওয়ার হার ১৮ দশমিক ৫২ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আর ১৮৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। ছাড়া পেয়েছেন ৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ২৩৬ জন।